সাহায্যের আড়ালে খ্রিষ্টান বানানো হচ্ছে রোহিঙ্গাদের

উখিয়া ও টেকনাফে গত ৪-৫ মাসে খ্রিষ্টান হয়েছেন প্রায় আড়াই হাজার রোহিঙ্গা। রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযাগে ভালোভাবে কাজে লাগাচ্ছে খ্রিষ্টান মিশনারি গ্রুপগুলো।

দারিদ্র্য, অশিক্ষা ও মানসিকভাবে বিধ্বস্ত রোহিঙ্গাদের সাহায্যের নামে সহজেই চলছে মিশনারি গ্রুপগুলোর ধর্মান্তর করার কাজ।

কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে খ্রিষ্টান ধর্মে দিক্ষিত করার কাজটি করছে কয়েকটি এনজিও।  প্রাথমিক হিসেবে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি রোহিঙ্গাকে প্রলুব্ধ করে খ্রিষ্টান বানানো হয়েছে।

শুধু উখিয়া ও টেকনাফের রোহিঙ্গারাই নয়, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, নঁওগা, রাজশাহী,পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরক্ষরতা, ধর্মীয় জ্ঞান কম থাকা ও দরিদ্রতার সুযোগ নিয়ে মিশনারীরা মুসলিমদের খ্রিস্টান বানাচ্ছে।

মুসলিম থেকে ঈসায়ী তরিকাবন্দী হওয়া ধর্মান্তরিত খ্রিস্টান ধর্মপ্রচারক হাফিজার রহমানের (বর্তমানে রিভার্টেড মুসলিম) তথ্যমতে, বাংলাদেশে ৯ লক্ষ মুসলমান ঈসায়ী জামাত বা তরিকার নামে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে।