অক্ষর৫২’ আরেকটি বৈশিষ্ট্য হলো: আপনি ফন্ট ডাউনলোড করা ব্যতীত তাদের সাইটে লিখে পরীক্ষা করে দেখতে পারবেন। এ ফিচারটি সর্বপ্রথম লিপিঘর তাদের সাইটে যুক্ত করে। বর্তমানে এ ফিচারটি অক্ষর৫২ ও ফন্টবিডিতে ব্যবহৃত হচ্ছে। অক্ষর৫২ তে Tools নামে একটি অপশন রয়েছে। সেখান থেকে সহজেই বাংলা সিম্বল যেমন: সা:. মাত্রালতা, নুকতা ইত্যাদি কপি করতে পারবেন। বিশেষ করে, যারা মোবাইলে ডিজাইন করেন, তাদের জন্য ব্যবহার করাটা সহজ হয়েছে। তাছাড়াও, Tools অপশনে unicode থেকে ansi এবং ansi থেকে unicode কনভার্ট করতে পারবেন।