২৮ এপ্রিল ২০১৯ সালে সর্ব প্রথম lipighor থেকে শরীফ বৈশাখী প্রিমিয়াম ফন্ট প্রকাশিত হয়। এরপর ধারাবাহিক ভাবে শরীফ স্বপ্না, শরীফ চারুতা, খালিদ মিয়ারহাট, খালিদ কালকিনি, রাসেল প্রভাতী ও আজাদ ফেনী প্রিমিয়াম ফন্টগুলো প্রকাশিত হয়। স্বল্প দিনের ব্যবধানে লিপিঘর বেশ জনপ্রিয় হয়ে উঠে।