অবাক হচ্ছেন! এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটাও সম্ভব। ২০৩০ সালে সর্বমোট ৩৬ টি রোজা হবে বিষয়টি সত্য। তবে এক সাথে ৩৬টি রোজা হবে বিষয়টি এমন নয়।
বরং ২০৩০ সালে দুইবার রমজান আগমন ঘটবে। যার একটি পূর্ণ রমজান মাস জানুয়ারিতে এবং অপর রমজান আগমন করবে ২০৩০ সালের ডিসেম্বরে। দ্বিতীয় রমজানে ২০৩০ সালে ডিসেম্বরে ৬ দিন অবশিষ্ট থাকতে আগমন করবে।
এ হিসেবে বলা যায় যে, ২০৩০ সালে মোপ ৩৬টি রোজা পালিত হবে।