ভারতের মুসলিমরা সুদের টাকা নেননি বলে ব্যাংকে পড়ে আছে সাড়ে ৬৭ লাখ কোটি টাকা।

ভারতের মুসলিমরা সুদের টাকা গ্রহণ করেননি বলে ভারতের ব্যাংকগুলাতে পড়ে আছে প্রায় সাড়ে ৬৭ লাখ কোটি টাকা। ভারতীয় পত্রিকার সাম্প্রতিক এক রিপোর্টে এই খবর জানা গেছে।

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের এক রিপোর্টে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন ব্যাঙ্কে মুসলিমদের জমা থাকা আমানতের বিপুল অঙ্কের সুদের টাকার দাবি কেউ না করায় তা পড়ে রয়েছে। আর সেই টাকার অংকটা অল্প নয়, প্রায় ৬৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্কের এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানান দিল্লি মাইনরিটি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সাফদার হুসেন খান।

এই বিপুল অঙ্কের সুদের টাকা অবশ্য বিভিন্ন রাজ্যে ব্যাংকে জমা রাখা মুসলিমদের আমানতের। পত্রিকাটি জানায়, ইসলামে সুদ নেয়া বা দেয়া হারাম। তাই বেশিরভাগ মুসলিমই তাদের সুদের টাকা তুলতে না চাওয়ায় তা ব্যাংকে পড়ে রয়েছে বলে উল্লেখ করা করা হয় ওই রিপোর্টে।

এই রিপোর্টে সুত্র জানিয়েছে,  শুধুমাত্র কেরালায় ৪০ হাজার কোটি টাকা ও জম্মু-কাশ্মিরে ৫০ হাজার কোটি টাকার সুদের দাবি না করার ফলে তা পড়েই রয়েছে রাজ্যের ব্যাংকগুলোতে।