বলিউডের চলচিত্রে মোটাদাগে যেভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে-
১/ ইতিহাস বিকৃতি ও হিন্দুত্ববাদী আদর্শ সামনে রেখে স্ক্রিপ্ট লেখা।
২/ মুসলিমদের গাদ্দার, দেশদ্রোহী, হানাদার, ভিনদেশী, লুটেরা, সন্ত্রাসী, বর্বর, লম্পট, কামুক, ধর্ষক, সমকামী হিসেবে উপস্থাপন।
৩/ মুসলিম নারীদের যৌন বস্তু, পরাধীন, সেক্স স্লেইভ হিসেবে উপস্থাপন।
৪/ নামাজ, পর্দা, দাঁড়ি, টুপি, পাঞ্জাবি ইসলামের ইত্যাদি অনুষঙ্গকে সন্ত্রাসীদের বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করা।
৫/ ইসলামকে বিকৃত করা। যারা পকৃত ইসলাম পালন করে তাদেরকে মৌলবাদী, সন্ত্রাসী আর যারা হিন্দুদের মন মতো ইসলাম পালন করে তাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে উপস্থাপন করা।
৬/ মুসলিম চরিত্রগুলোর আচার আচরণ, কস্টিউম, সেট ডিজাইন, লাইটিং, ক্যামেরা এংগেল ইত্যাদির মাধ্যমে দানব, বর্বর, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা।