খতনা করার উপকারিতাগুলো বিস্তারিত জেনে নিন
একটি খাঁটি মুসলমানি নিয়ম ও নিদর্শন। যাদের মধ্যে খতনা নেই, তাদের এমন রোগ হয় যা সে সকল লোকদের মধ্যে নেই, যারা খতনা করে। ডাক্তার ওয়াচার খতনা সম্পর্কে গবেষণায় উল্লেখ করেছেন যে, যাদের খতনা করা হয় তারা লজ্জাস্থানের ক্যান্সার থেকে নিরাপদ থাকে। যদি খৎনা না করা হয় তাহলে প্রস্রাবে বাধা ও মূত্র থলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে খৎনা না করার কারণে কিডনিতে পাথরী রোগে আক্রান্ত হয়।