একজন চা শ্রমিকের দৈনিক মজুরী ১২০ টাকা

একজন চা শ্রমিকের দৈনিক মজুরী ১২০ টাকা, মাসে কোনদিন ছুটি না নিয়ে কাজ করলে মাসিক আয় ৩৬০০ টাকা! এদিকে আমাদের শ্রদ্ধেয় ওয়াসার এমডির মাসিক বেতন ( বেসিক) ২ লাখ ৮৬ হাজার টাকা ( গ্রস স্যালারী ৬ লাখ ২৫ হাজার )

আমাদের মাথাপিছু আয় ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা ( মে ২০২২ সমীক্ষা অনুযায়ী ) যারা মাথাপিছু আয় বৃদ্ধির নিউজ শুনে জীবনের হিসাব মিলাইতে পারেন নি। তারা এটা দেখে বাস্তব হিসাব আন্দাজ করে নেন।

... এবং জীবন যুদ্ধে এগিয়ে যান!