১৫তম শতাব্দীর শেষের দিকে হেরাত জামে মসজিদের বর্তমান সংস্করণের রূপ দেওয়া হয়। হেরাত জামে মসজিদ শহরের প্রধান জামে মসজিদ। ভূমিকম্প ও অগ্নি কর্তৃক ধ্বংস হওয়া দুটি ছোট জরাস্ট্রিয়ান অগ্নি মন্দিরের উপর নির্মিত হয়।
ঘুড়ি শাসক গিয়াস উদ্দিন ১২০০ খ্রিস্টাব্দে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার ভাই ও উত্তরসূরি মুহাম্মদ কর্তৃক মসজিদটির নির্মাণ কাজ চলতে থাকে।