হেরাত জামে মসজিদ

আফগানিস্তানের উত্তর-পশ্চিম প্রবেশের হেরাত শহরে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ। মসজিদটি ঘুড়ি শাসক শাহ সুলতান গিয়াস উদ্দিন ঘুড়ি কর্তৃক নির্মিত হয়। তিনি ১২০০ খ্রিস্টাব্দে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরবর্তীতে অনেক শাসকদের দ্বারাই মসজিদটি সম্প্রসারিত হয়েছে।

১৫তম শতাব্দীর শেষের দিকে হেরাত জামে মসজিদের বর্তমান সংস্করণের রূপ দেওয়া হয়। হেরাত জামে মসজিদ শহরের প্রধান জামে মসজিদ। ভূমিকম্প ও অগ্নি কর্তৃক ধ্বংস হওয়া দুটি ছোট জরাস্ট্রিয়ান অগ্নি মন্দিরের উপর নির্মিত হয়। ঘুড়ি শাসক গিয়াস উদ্দিন ১২০০ খ্রিস্টাব্দে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর তার ভাই ও উত্তরসূরি মুহাম্মদ কর্তৃক মসজিদটির নির্মাণ কাজ চলতে থাকে।

বিষয়টি ১৯৬৪ সালে মসজিদটির পুনর্নির্মাণের সময় ঘুড়ি প্রবেশদ্বারের একটি শিলালিপি এবং ১৬তম শতাব্দীর তিমরুদের ঐতিহাসিক খাওয়ান্দমির এর খোলাসাত আল আকবর গ্রন্থ থেকে জানা যায়।