হেরাত দুর্গ

আফগানিস্তানের হেরাত দুর্গকে গত ২৩৩০ বছর ধরে পৃথিবীর বারোটি সাম্রাজ্য তাদের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছে। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডার দ্যা গ্রেট যখন আজকের আফগানিস্তান অভিযান চালান তখন এই দুর্গ নির্মাণ করেন। পার্থিয়ান, কুশান, সাসানিদ, সেলজুক, গজনবী, ঘুড়ি সাম্রাজ্যসহ প্রায় ১২ টি সাম্রাজ্যে সদরদপ্তর ছিল এই দৃষ্টিনন্দন হেরাত দুর্গ।