এই নারকীয়তা ছিল এত ভয়াবহ যে, অন্তত চার দশক এই শহরে আর কোনো বসতি স্থাপন হয়নি। পরবর্তীকালে যখন শহরটি আবার গড়ে ওঠে, এই দুর্গটি তার অতীতের সাক্ষী বয়ে একইভাবে পড়ে থাকে।
তার ধ্বংসাবশেষ ধ্বংসস্তূপের ওপর আর কোন পুনর্নির্মাণ চালানো হয়নি। বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ বামিয়ানের ঐতিহাসিক পর্বতগাত্র থেকে পূর্বদিকে ১৫ কিলোমিটারর দূরে এই দুর্গটির ধ্বংসাবশেষ অবস্থিত।