কাবুলে বসবাসরত জাতিগুলোর মধ্যে তাজিক জাতির লোকেরা সংখ্যাগরিষ্ঠ। তবে পশতুন জাতির লোকেরা সংখ্যালঘু হলেও গুরুত্বপূর্ণ। কাবুল একটি প্রাচীন নগরী হলেও ১৫০৪ সালে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঐ বছর ভারতীয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দীন বাবর শহরটিকে নিজের তাঁর রাজধানী বানান।