কাবুল

কাবুলে বসবাসরত জাতিগুলোর মধ্যে তাজিক জাতির লোকেরা সংখ্যাগরিষ্ঠ। তবে পশতুন জাতির লোকেরা সংখ্যালঘু হলেও গুরুত্বপূর্ণ। কাবুল একটি প্রাচীন নগরী হলেও ১৫০৪ সালে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঐ বছর ভারতীয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দীন বাবর শহরটিকে নিজের তাঁর রাজধানী বানান।

১৫২৬ সালে সাম্রাজ্যের রাজধানী দিল্লীতে স্থানান্তরিত করা হলেও কাবুল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। ১৭৩৮ সালে পারসিক নাদির শাহ শহরটি দখল করেন। ১৭৪৭ সালে আফগানিস্তানের প্রথম আমির আহমদ শাহ আবদালী কাবুলকে দুটি রাজধানীর একটি বানান। অপর রাজধানী ছিল দক্ষিণের কান্দাহার শহর।

১৭৭৩ সালে আহমদ শাহ আবদালীর মৃত্যুর পর কাবুল দেশের একমাত্র রাজধানীতে পরিণত হয়। ঊন বিংশ শতকে খাইবার গিরিপথের নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ, পারসিক এবং রুশদের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।। এই শতকে ব্রিটিশ সেনারা দুইবার কাবুল দখল করে। ১৯৪০ সালের পর শিল্পকেন্দ্র হিসেবে কাবুলের বিকাশ ঘটে।