আফগানিস্তানের ৩৪টি প্রদেশের এই একটি পাঞ্জাশির। পাঞ্জাশিরের অর্থ: পাঁচ সিংহ। বলা হয়, দশর মতকে এই প্রদেশে পাঁচ ভাই মিলে বন্যার জর ধরে রেখেছিল একটি বাঁধ নির্মাণ করে। জনশ্রুতি রয়েছে, সুলতান মাহমুদ গনজবীর নির্দেশে সেই বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই পাঁচ ভাইয়ের সম্মানে এই প্রদেশকে পাঞ্জাশির নামে নামকরণ করা হয়।