পাঞ্জাশির

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের এই একটি পাঞ্জাশির। পাঞ্জাশিরের অর্থ: পাঁচ সিংহ। বলা হয়, দশর মতকে এই প্রদেশে পাঁচ ভাই মিলে বন্যার জর ধরে রেখেছিল একটি বাঁধ নির্মাণ করে। জনশ্রুতি রয়েছে, সুলতান মাহমুদ গনজবীর নির্দেশে সেই বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই পাঁচ ভাইয়ের সম্মানে এই প্রদেশকে পাঞ্জাশির নামে নামকরণ করা হয়।

এই প্রদেশ প্রাকৃতিক একটি দুর্গ। চতুর্দিকে হিন্দুকুশের পর্বত। মাঝে এক টুকরো সমতল ভূমি। এই প্রদেশে মোট ১,৭৩,০০০ মানুষ বসবাস করে। এদের অধিকাংশই জাতিতে তাজিক । দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে তাজিকদের। মূল জাতিগত ভাবে তারা যোদ্ধা মনোভাবের। সমর বিদ্যাই তাদের প্রধান শক্তি।

আফগানিস্তানের ইতিহাসে প্রাচীনকাল থেকেই বার বার আলোচনায় উঠে এসেছে পাঞ্জাশির। কারণ আর কিছুই নয়, ভৌগলিক এবং কৌশলগত অবস্থানের কারণেই কোনো বিদেশী শক্তিই এর নিয়ন্ত্রণে নিতে পারেনি। আজ থেকে ২৫০০ বছর পূর্বে আলেকজান্ডার পারস্য জয় করেন। সে সময় তারই নেতৃত্বে পাঞ্জাশির উপত্যকা দখল করতে চেয়েছিল গ্রিক সেনারা। কিন্তু জয় করতে পারেনি। অবশেষে নিজ থেকে স্থানীয় গোত্রগুলোর সঙ্গে সন্ধি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন আলেকজান্ডার ।