Top 500+ Profile backlink sites list ডাউনলোড করুন

Profile backlink sites list

আপনি যদি Profile backlink sites list ডাউনলোড করতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে এই প্রবন্ধটি আপনারর জন্য উপকারী হবে। Backlink যা আমাদের ওয়েবসাইটের rank এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Moz কর্তৃপক্ষ একবার বিশ্বসেরা Seo এক্সপার্টদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে Seo এক্সপার্টদেরকে Seo এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ফ্যাক্টরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়।

অধিকাংশ এসইও এক্সপার্টের মতে Backlink ওয়েবসাইট ranking এ এবং ভিজিটর বৃদ্ধি করতে সাহায্য করে।

Profile backlink sites list এর পাশাপাশি এই প্রবন্ধে ব্যাকলিংক তৈরির ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয় দিকগুলোও আলোচনা করা হয়েছে।

যখন internal linking এর মাধ্যমে অন্যান্য ওয়েবসাইট থেকে ভিজিটর আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করে ।

এবং সেই ওয়েবসাইটে থাকা বিভিন্ন প্রবন্ধ বা ওয়েবপেজ ভিজিটর করে। তখন বিষয়টি গুগল খুবই গুরুত্ব সহকারে দেখে।

Profile backlink sites list
Profile backlink sites list

তবে যেকোনো ওয়েবসাইট থেকে Backlink তৈরি করলেই সেটি ranking এ ভূমিকা রাখবে না বা ওয়েবসাইটি গুগলের নিকট priority পাবে না।

Banklink তৈরি করতে হয় এমন ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটের নিশ, কনটেন্ট অপর ওয়েবসাইটের নিশ, কনটেন্টের সাথে মিল রয়েছে।

ধরুন, আপনি একজন ফুড ব্লগার। আপনার একটি ওয়েবসাইট রয়েছে। সেখানে ফুড সম্পর্কে লেখালেখি করেন।

আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক প্রয়োজন। আপনি যদি আপনার সাইটের জন্য ফুডপান্ডা বা এ জাতীয় ওয়েবসাইট থেকে backlink তৈরি করেন।

তাহলে এটি বেশ কার্যকর হবে। কেননা ফুডপান্ডা ওয়েবসাইটের নিশ আপনার সাইটের নিশের সাথে মিল রয়েছে। গুগল এটিকে গুরুত্ব সহকারে দেখবে।

তবে আপনি যদি কোনো গেমিং সাইট থেকে backlink তৈরি করেন। তাহলে এ ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি গুগলে তেমন একটা priority পাবেন না।


►► আরো পড়ুন: এসইও (SEO) কী এবং কিভাবে এটি কাজ করে?

►► আরো পড়ুন: সকল বাংলা ফন্ট ডাউনলোড করুন

►► ফ্রি ফন্ট ডাউনলোড করতে ভিজিট করুন ফন্টলিপি.কম


এছাড়াও backlink তৈরির ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হয়। যেমন: সাইটের domain authority, page authority, spam score ইত্যাদি।

এসব বিষয় লক্ষ্য রেখে backlink তৈরি করাটা বেশ কষ্ট সাধ্য। তাই এ কষ্টকে কিছুটা লাঘব করতে আপনাদেরকে এমন  ৫০০+ টি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। যে সকল সাইট থেকে সহজের backlink তৈরি করতে পারবেন।

Backlink তৈরিতে বর্জনীয় দিক

১. কমেন্ট backlink। স্বল্প সময়ে backlink তৈরির জন্য অনেকেই বিভিন্ন সাইটের কমেন্ট বক্সে ওয়েবসাইটের লিংক শেয়ার করে থাকে।

যেটাকে কমেন্ট ব্যাকলিংক বলা হয়। বর্তমানে কমেন্ট ব্যাকলিংক ওয়েবসাইটের জন্য তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করে না।

২০১৩-১৪ সালের দিকে কমেন্ট ব্যাকলিংক তৈরি করা বেশ জনপ্রিয় ছিল এবং ব্যাকলিংক তৈরির অন্যতম মাধ্যম ছিল। ২০২২ এর কার্যকারিতা নেই বললেই চলে।

বরং অধিক পরিমাণে কমেন্ট ব্যাকলিংক তৈরি করা ওয়েবসাইটের জন্য ক্ষতিকর বলে মনে করেন এসইও এক্সপার্টগণ।

ফলশ্রুতিতে ওয়েবসাইটের ranking এ বড় ধরণের প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে। তাই কমেন্ট ব্যাকলিংক পরিহার করে চলুন।

ব্যাকলিংক তৈরির দিক নির্দেশনা

  • ওয়েবসাইটের No Follow ব্যাকলিংকের পাশাপাশি Do Follow ব্যাকলিংক তৈরি করুন।
  • সম্ভব হলে গেস্ট পোস্টের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করুন।
  • প্রোফাইল ব্যাকলিংক তৈরি করুন।

প্রোফাইল ব্যাকলিংক তৈরির মাধ্যমেও একটি ওয়েবসাইটের DA, PA বৃদ্ধি সহ ওয়েবসাইট rank করানো যায়।

নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে একটি Excel ফাইল পেয়ে যাবেন। যাতে ৫০০+ ওয়েবসাইটের তালিকা রয়েছে। সে সকল সাইটে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে পারবেন।

Profile backlink sites list ডাউনলোড করুন

এখআনে ক্লিক করে ডাউনলোড করুন।

Profile backlink sites list সম্পর্কে লিখিত প্রবন্ধ সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। পাশাপাশি Profile backlink sites list টি আপনার জন্য কতগুলো উপকারী এবং এ ব্যাপারের আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *