নিয়মিত মিসওয়াক করার কতিপয় ফজিলত
মিসওয়াক করার গুরুত্ব ও ফজিলত মিসওয়াক একটি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সুন্নত। প্রিয় নবী (সা.) অজুর পূর্বে মিসওয়াক করতেন। এবং হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, যদি আমি আমার উম্মতের কষ্টের আশংকা না করতাম। তাহলে মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। এটি রাসুল (সা.)-এর এত প্রিয় একটি আমল যে, তিনি অজুর পূর্বে মিসওয়াক করতেন। তাছাড়া মিসওয়াক ফিতরাতের অন্তর্ভূক্ত। …