বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুনিয়াতে আগমন করেন অশান্ত এই পৃথিবীতে শান্তি বাণী ছড়িয়ে দিতে। সমাজ থেকে প্রচলিত কুসংস্কার মূলোৎপাটন করতে। নবীদের জীবন ব্যবস্থার সাধারণ অন্যান্য মুমিনদের জীবন ব্যবস্থার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। জীবনের প্রতিটি ধাপে ধাপে নবীদেরকে আল্লাহ তায়ালা পরীক্ষা করেন।
আর নবীদের মধ্য হতে সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ তায়ালা রাসুলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর থেকে নিয়েছেন। বিভিন্ন দুঃখ-দুর্দশা, বালা-মুসিবতের মাধ্যমে আল্লাহ তায়ালা পরীক্ষা নেন। উক্ত প্রবন্ধে হযরত মুহাম্মদ সা: এর পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী উল্লেখ করা হিজরি সন সহ উল্লেখ করা হয়েছে।
হযরত মুহাম্মদ সা: এর পবিত্র জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী
জন্মের পর
মক্কী জীবন: নবুওয়াত পূর্ব চল্লিশ বছর
১ম বছর ৫৭১ খ্রি.: বাবা আব্দুল্লাহ-এর ইন্তেকাল, আসহাবে ফিল/হস্তী বাহিনীর ঘটনা, নবীজির জন্ম, দুধ মা হালিমার সাথে বনু সা’দ গোত্রে গমন।
৩য় বছর ৫৭৩ খ্রি.: দুধ পান শেষে মা আমিনার কোলে ফেরা, পুনরায় বনু সা’দ গোত্রে আসা।
৪র্থ বছর ৫৭৪ খ্রি.: বক্ষ বিদারণ, মা আমিনার কাছে প্রত্যাবর্তন।
৬ষ্ঠ বছর: ৫৭৬ খ্রি.: বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে ইয়াছরিব (মদিনায়) গমন, মা আমিনার ইন্তেকাল, দাদা আব্দুল মুত্তালিব-এর দায়িত্ব গ্রহণ।
৮ম বছর ৫৭৮ খ্রি.: দাদা আবদুল মুত্তালিব-এর ইন্তেকাল, চাচা আবু তালিব-এর দায়িত্বভার গ্রহণ।
১২তম বছর ৫৮২ খ্রি: চাচার সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে শাম (সিরিয়া) গমন, পাদ্রি বুহায়রার সাথে সাক্ষাৎ ও তার অভিমত।
১৬-২০তম বছর ৫৮৬-৯০ খ্রি.: সেবামূলক সংগঠন ‘হিলফুল ফুজুল’ গঠন।
২৫তম বছর ৫৯৫ খ্রি.: খাদিজা (রা.)-এর ব্যবসায়িক সফরে সাম (সিরিয়া) গমন, আমানতদারী ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে নবীজীকে খাদিজা (রা.)-এর প্রস্তাব দান এবং বিবাহ সম্পাদন।
২৮তম বছর ৫৯৮ খ্রি.: হযরত কাসেম (রা.)-এর জন্মগ্রহণ।
৩০তম বছর ৬০০ খ্রি.: বড় কন্যা হযরত জয়নাব (রা.)-এর জন্মগ্রহণ, নবীপুত্র কাসেম (রা.)-এর ইন্তেকাল।
৩৩তম বছর ৬০৩ খ্রি.: নবুওয়াতের পূর্বাভাস স্বরূপ বিশেষ নূরের অবলোকন, হযরত রুকাইয়া (রা.)-এর জন্মগ্রহণ।
৩৫-৪০তম বছর ৬০৫-৬১০ খ্রি.: কাবা ঘর পুনর্নির্মাণ, নিজ হাতে হাজরে আসওয়াদ স্থাপন, হেরা গুহার আরাধনা, রুইয়া সাদেকা বা সত্য স্বপ্ন দর্শনের সূচনা।
নবুওয়াতের পর
মক্কী জীবন: হিজরতের পূর্ব পর্যন্ত
১ম বছর ৬১০ খ্রি.: নবুওয়াত লাভ, ওরাকার সান্ত্বনা ও ভবিষ্যৎবাণী, হযরত খাদিজা, আবু বকর ও আলী প্রমুখ সাহাবায়ে কেরাম (রা.)-এর ইসলাম গ্রহণ, ফাতেমা (রা.)-এর জন্ম গ্রহণ।
৩য় বছর ৬১২ খ্রি.: প্রকাশ্যে ইসলাম প্রচারে আদেশ, সাফা পর্বতে ঐতিহাসিক খুতবার প্রদান, মুশরিকদের নিন্দা ও ভৎসনা।
৫ম বছর ৬১৪ খ্রি.: কাফেরদের অত্যাচার বৃদ্ধি, হাবশার প্রথম হিজরত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জবানে ‘সূরা নজম’-এর তেলাওয়াত শুনে কাফেরদের সেজদায় লুটিয়ে পড়া।
৬ষ্ঠ বছর ৬১৪-৬১৫ খ্রি.: হযরত হামজা ও উমর (রা.)-এর ইসলাম গ্রহণ।
৭ম বছর ৬১৬ খ্রি.: শিয়াবে আবি তালেবে অবরোধ অবস্থায় তিন বছর অবস্থান, হাবশার দ্বিতীয় হিজরত।
১০ম বছর ৬১৯ খ্রি.: ‘আসুল হুজন বা দুঃখের বছর, বিভীষিকাময় অবরোধের সমাপ্তি, চাচা আবু তালেব ও খাদিজা (রা.)-এর ইন্তেকাল, তায়েফ গমন, মেরাজ, হযরত সাওদা (রা.)-এর সাথে বিবাহ।
১১তম বছর ৬২০ খ্রি.: মিনায় মদিনায় ছয় সৌভাগ্যবান ব্যক্তির ইসলাম গ্রহণ, মদিনায় ইসলামের যাত্রা শুরু, হযরত আয়েশা (রা.)-এর সাথে বিবাহ।
১২তম বছর ৬২১ খ্রি.: আকাবায়ে উলা তথা আকাবা নামক স্থানে প্রথম বাইয়াত গ্রহণ, মুস’আব বিন উমায়ের (রা.) কে শিক্ষক হিসেবে মদিনায় প্রেরণ, দ্বিতীয়বার বক্ষ বিদারণ।
১৩তম বছর ৬২২ খ্রি.: আকাবায় দ্বিতীয়বার শপথ গ্রহণ, মদিনার ৭৩ জন পুরুষ এবং ২জন মহিলা ইসলাম গ্রহণ এবং সাহায্যের অঙ্গিকার প্রদান, ‘দারুন নদওয়ায়’ কুরাইশ মুশরিক নেতৃবৃন্দের বৈঠক, নবীজিকে হত্যা করার ঘড়যন্ত্র, মক্কা মুকাররমাকে ‘আল বিদা’ জানিয়ে হিজরতের জন্য মদিনার উদ্দেশ্যে রওনা।
►► আরো পড়ুন: যে সকল মাসআলা জেনে রাখা আবশ্যক
►► ইসলামী সমাধান দ্রুত খুঁজে পেতে ভিজিট করুন আলকাউসার.কম-এ
মাদানি জীবন
প্রথম হিজরি থেকে জীবনের শেষ পর্যন্ত
১ম হি. ৬২২-৬২৩ খ্রি.: মসজিদে কুবায় প্রথম জুমার নামাজ আদায়, মদিনায় প্রবেশ, হযরত আবু আইয়ুব আনসারী (রা.)-এর বাড়িকে আবাসরূপে গ্রহণ, মসজিদে নববীর নির্মাণ, আনসার-মুহাজিদ ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন, ইহুদীদের সাথে চুক্তি, মদিনা সনদ প্রবর্তন, নববধূ হিসেবে হযরত আয়েশা (রা.)-এর আগমন, জিহাদের প্রথম আদেশ।
২য় হি. ৬২৩-৬২৪ খ্রি.: সালমান ফারসী (রা.)-এর ইসলাম গ্রহণ, কিবলা পরিবর্তন, মুসলমানদের উপর কুফফারে কুরাইশের প্রথম আক্রমণ, বদর যুদ্ধ, রুকাইয়া বিনতে মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ইন্তেকাল, হাফসা বিনতে ওমর (রা.)-এর সাথে বিবাহ।
৩য় হি. ৬২৩-৬২৪ খ্রি.: হযরত হাসান (রা.)-এর জন্ম, উহুদ যুদ্ধ, হযরত জয়নাব বিনতে খুযাইমা (রা.)-এর সাথে বিবাহ, হযরত জয়নাব বিনতে খুযাইমা (রা.)-এর ইন্তেকাল।
৪র্থ হি. ৬২৩-৬২৪ খ্রি.: রজি ও বীরে মাউনার ঘটনা (রজিতে দশজন এবং বীরে মাউনায় সত্তর জন বড় বড় সাহাবায়ে কেরাম শহিদ হন)। নবীজির নাতি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উসমান-এর ইন্তেকাল, হযরত হুসাইন (রা.)-এর জন্ম, হযরত উম্মে সালামা (রা.)-এর সাথে বিবাহ।
৫ম হি. ৬২৩-৬২৪ খ্রি.: খন্দক যুদ্ধ, বনু কুরাইযাকে মূলোৎপাটন, আয়েশা (রা.) এর উপর মিথ্যা অপবাদ আরোপ, হযরত জয়নাব বিনতে জাহাশ ও জুয়াইরিয়া (রা.)-এর সাথে বিবাহ, হযরত সাদ বিন মুয়াজ (রা.)-এর ইন্তেকাল।
৬ষ্ঠ হি. ৬২৩-৬২৪ খ্রি.: বাইয়াতে রিজওয়ান, হুদাইবিয়ার সন্ধি, রাজা-বাদশাহদের নামে পত্র প্রেরণ, উম্মে হাবিবা (রা.)-এর সাথে বিবাহ।
৭ম হি. ৬২৩-৬২৪ খ্রি.: খাইবার যুদ্ধ, নবীজিকে বিষ প্রয়োগ করে হত্যার পাঁয়তারা, উমরাতুল কাজা আদায়, সাফিয়্যা ও মাইমুনা (রা.)-এর সাথে বিবাহ।
৮ম হি. ৬২৩-৬২৪ খ্রি.: মুতা যুদ্ধ, মক্কা বিজয়, তায়েফ অবরোধ ও বিজয়, উমরায়ে জিইররানা, হুনায়ন যুদ্ধ, জয়নাব বিনতে মুহম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ইন্তেকাল, নবীপুত্র হযরত ইব্রাহিমের (রা.)-এর জন্ম, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস ও উসমান বিন আবু তালহা (রা.)-এর ইসলাম গ্রহণ।
৯ম হি. ৬২৩-৬২৪ খ্রি.: ‘আমুল ওফুদ’ বা বিভিন্ন প্রতিনিধিদল আগমনের বছর, হযরত আবু বকর (রা.)-এর নেতৃত্বে প্রথম হজ আদায়, তাবুক যুদ্ধ, নবীকন্যা উম্মে কুলসুম (রা.)-এর ইন্তেকাল, বাদশা নাজ্জাশী ও মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই-এর মৃত্যু।
১০ম হি. ৬২৩-৬২৪ খ্রি.: হযরত মুয়াজ (রা.)-কে ইয়ামেনে প্রেরণ, বিদায় হজ্জ বা নবী জীবনের শেষ হজ্জ, বিশ্ব মানবতার উদ্দেশ্যে বিদায় হজ্জের ভাষণ, নবীপুত্র ইব্রাহিম (রা.)-এর ইন্তেকাল।
১১তম হি. ৬২৩-৬২৪ খ্রি.: ২৯শে সফর ২৭শে মে অসুস্থতার আরম্ভ, উসামা (রা.)-এর নেতৃত্বে অভিযান তথা নবী জীবনে শেষ ‘সারিয়া’ বা যুদ্ধাভিযান, সোমবার ১২ই রবিউল আওয়াল ২৮ই জুন চাশতের সময় ওফাত, ১৪ই রবিউল আউয়াল বুধবার রাতে হযরত আয়েশা (রা.)-এর হুজরা মুবারকে দাফন সম্পন্ন করা হয়।
হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর পবিত্র জীবনী সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি। ইনশাআল্লাহ! শীঘ্রই হযরত মুহাম্মদ (সা.) এর পূর্ণ জীবনী ধাপে ধাপে আলোচনা করব।