২০২৩ সালে বাংলা ফন্টের অগ্রগতি বিগত বছরের তূলনায় বহুগুণ বৃদ্ধি পায়। এ সালটি পূর্বের তুলনায় আধুনিক, নিত্য নতুন ও সেরা bangla font কে ঘিরে। ফলস্রুতিতে, একদিকে bangla font এর মান দিন দিন উন্নত হচ্ছে। অপর দিকে বাংলা ফন্টের সুনাম বৃদ্ধি পাচ্ছে।
এ বছর সরকারীভাবে বাংলা ফন্ট তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবশ্যই এটিকে আমরা সাধুবাদ জানাই। ইতিপূর্বে ২০২০ সালের সেরা ফন্ট নিয়ে আর্টিকেল লিখেছি।
এ পর্বে ২০২৩ সালের সেরা কিছু ফন্টের নাম উল্লেখ করছি। সে ফন্টগুলো জনপ্রিয় এবং বিপুল হারে ব্যবহৃত হচ্ছে। আমি এখানে ফন্টবিডি, লিপিকা৫২, বাংলা বর্ণ, বর্ণ৫২এ বং টাইপোবাজ থেকে প্রকাশিত সেরা ফন্টের তালিকা প্রকাশিত করতে যাচ্ছি।
সেরা ৩৩ টি বাংলা ফন্ট
ফন্টবিডি
- লিমা বসন্ত
- শরীফ চয়ন
- সোহানুর নিথিলা
- সুহৃদ বর্ণবিলাস
- আয়ান পদ্ম
- শরীফ কারুকা
- শরীফ কারুকা ভিন্টেজ
- মামুন অর্ণব
- শরীফ পদ্মবতী
- শরীফ হাবিবা
- সবুজ দিগন্ত
- মামুন আরাবিক
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
- সুলতান শৈল্পিক
- আল আক্বসা
- মিজান নেত্রকোনা
- শ্রাবণধারা
লিপিকা৫২
►► আরো পড়ুন: ২০২২ সালের জনপ্রিয় ফন্টের তালিকা
►► আরো পড়ুন: লিপিঘর – ফ্রি ফন্ট
►► ফ্রি ফন্ট ডাউনলোড করতে ভিজিট করুন ফন্টলিপি.কম এ
বাংলা বর্ণ
বর্ণ৫২
টাইপোবাজ