তবে কি তৈরি হবে না সৃজনশীল বাংলা ফন্ট?

বাংলা ফন্ট

সৃজনশীল বাংলা ফন্ট

একটা কথা মনে রাখবেন: শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে। শিল্পীর সংকট শাস্ত্রের ইতি টেনে আনে। বাংলা ফন্ট নিয়ে আমি আমার বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করব।

বর্তমানে যারা টাইপফেস ডিজাইন বা ফন্ট ডেভেলপ করে থাকেন। তারা জানেন,   এর পিছনে কতটুকু শ্রম দিতে হয়। ব্যস্ততার মাঝে সময় বের করতে হয়।

ফন্টকে আকর্ষণীয় করে তুলতে ইউনিক কনসেপ্ট খুঁজে বের করতে হয়। যা সময় সাপেক্ষ।

তৈরি হবে না সৃজনশীল বাংলা ফন্ট?

বাংলা ফন্ট

একটা কথা মাথায় রাখবেন, সকল ফন্টই প্রিমিয়াম হয় না। শত শত ফন্ট তৈরি হলেও সবগুলোই প্রিমিয়াম হওয়ার যোগ্যতা রাখে না।

বরং ইউনিক কনসেপ্টে ডিজাইন করা ফন্টগুলোই প্রিমিয়াম করা হয়।  দেশের বৃহৎ ফাউন্ড্রিগুলোর দিকে তাকান।

ইউনিক কনসেপ্টে ডিজাইন করা ফন্টগুলোকেই তারা প্রিমিয়াম করে থাকে।

আর ইউনিক কনসেপ্ট বের করাটা মোটেও সহজ বিষয় নয়। বহু শ্রম, মেধা সময় ব্যয় করতে হয় এর পিছনে।

আমি আপনাদেরকে এ কথাটিই বুঝানোর চেষ্টা করছি যে, প্রিমিয়াম ফন্ট ডিজাইন করাটা বেশ কষ্টকর।

এর পিছনে সময় ব্যয় করা সত্ত্বেও ডিজাইনারগণ উপযুক্ত সম্মানী পাচ্ছেন না। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে, ফন্ট পাইরেসি।

এর জন্য আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। হাতের নাগালে থাকা সবকিছু টাকা দিয়ে ক্রয় করলেও টাকা খরচ করে ফন্ট ক্রয় করতে চান না অনেকেই।


►► আরো পড়ুন: ২০২২ সালের জনপ্রিয় ফন্টের তালিকা

►► আরো পড়ুন: ২০২১ সালের সেরা ৩৩ টি বাংলা ফন্ট

►► ফ্রি বাংলা ফন্ট ডাউনলোন করতে ভিজিট করুন ফন্টপ্ল্যাট.কম


ইদানিং ফন্ট পাইরেসি অনেক বেড়ে গেছে। ফন্ট পাইরেসিকে অনেকেই সম্মানজনক পেশা হিসেবে দেখে। একটা ফন্ট প্রকাশিত হওয়ার কয়েক দিনের মাঝেই লিক হয়ে যায়।

যারা পাইরেসির সাথে জড়িত, তারা এটাকে মহৎ সেবা মনে করেন। তাদের স্লোগান হল: “ধনীর সম্পদ গরীবকে বিলিয়ে দিতে এসেছি।”

তবে এ কথা উনারা ভুলে যান যে, ধনীর সম্পদ গরীবের মাঝে বিতরণ করতে অবশ্যই তা কিনে বিতরণ করতে হয়।  একটা ফন্টের মূল্যই বা কত টাকা হবে?

বড়জোর ১০০ থেকে ২০০ টাকা। ফন্টের ক্রয় করতে এত সামান্য পরিমাণ টাকা তারা ব্যয় করতে সম্মত নন।

পরিশেষে, শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে। শিল্পীর সংকট শাস্ত্রের ইতি টেনে আনে।

প্রত্যেকেই তার কাজের প্রাপ্য আশা করতে পারে। এটা দূষণীয় কিছু নয়।

যদি এভাবেই ফন্ট পাইরেসি চলতে থাকে, তাহলে একটা সময় এমন আসবে যে, বাংলা ফন্ট তৈরির আগ্রহ ডিজাইনাররা হারিয়ে ফেলবে।

যার ফলে, সৃজনশীল ফন্ট তৈরির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *