যে সকল মাসআলা জেনে রাখা আবশ্যক

মাসআলা

সমসাময়িক কিছু মাসআলা যা জানা অত্যাবশ্যকীয়। যেগুলো না জানার ফলে সমাজে বিভিন্ন ধরনের ফেতনা, অশান্তি এবং গোনাহের পথ উন্মোচন হয়। নিন্মে লিখিত মাসআলাগুলোর মধ্যে কোনোটি বিদআত সম্পর্কে, কোনোটি সুন্নত পরিপন্থী আমল সম্পর্কে, আবার কোনোটি না জায়েজ বা হারাম সম্পর্কে।

মাসআলা
যে সকল মাসআলা জেনে রাখা আবশ্যক

সমসাময়িক মাসআলাগুলো

► ফোন বা মোবাইলে কথা বলার সময় সালামের পূর্বে হ্যালো বলা সুন্নত পরিপন্থী।

► রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে আজান, জিকির ও তেলাওয়াতের ব্যবহার নিষেধ।

► মসজিদে মোবাইল ফোন চার্জ দেওয়া উচিত নয় । অপারাগতাবশত চার্জ দিতে হলে সে পরিমাণ টাকা মসজিদে দিতে হবে।

► নামাজরত অবস্থায় মোবাইল বেজে ওঠে সম্ভব হলে এক হাত দিয়ে বন্ধ করবে। অন্যথায় নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করবে ও নতুন করে নামাজ শুরু করবে।

► মসজিদ, রাস্তা, ব্রিজ ইত্যাদি জনকল্যাণমূলক কাজে যাকাতের টাকা ব্যয় করলে যাকাত আদায় হবে না।

► কেরোসিন তেল শরীর বা কাপড়ে লেগে দুর্গন্ধ ছড়ালে এ অবস্থায় নামাজ আদায় করা মাকরুহ।

► তারাবির নামাজে কোরআন খতম পূর্ণ হওয়ার জন্য একবার উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া জরুরী।

► টাকার বিনিময়ে কাউকে ইতিকাফে বসানো জায়েজ নয়।

► পুকুর, ডোবা ও বিলের মাছ শিকার করার পূর্বে বিক্রয় করা জায়েজ নেই।

► পালক পুত্র ও উকিল বাপের সাথে দেখা করা নাজায়েজ।

► সৌন্দর্য বৃদ্ধির জন্য সাদা চুল, দাড়ি উঠিয়ে ফেলা মাকরূহে তাহরীমী।

► নারীদের জন্য পুরুষের পোশাক ও পুরুষের জন্য নারীদের পোশাক পরিধান করা সম্পূর্ণ হারাম।

► সৌন্দর্য বৃদ্ধির জন্য অঙ্গ সার্জারি করা নাজায়েজ।

► ভ্রু চিকন করার জন্য পশম তোলা বা ছাটা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা জায়েজ নেই।

► হাত পায়ের আঙ্গুলে নেল-পালিশ থাকা অবস্থায় অজু-গোসল আদায় হয় না।

► নাকের ড্রপ নেয়ার দ্বারা রোজা ভেঙ্গে যায়।

► রোজা অবস্থায় ঔষধসহ অক্সিজেন গ্রহণ করলে রোজা ভেঙ্গে যাবে অন্যথায় রোজা ভাঙবে না।

► রোজা অবস্থায় ইনজেকশন পুশ করলে রোজা ভঙ্গ হয় না।

► বিধর্মীদের ধর্মীয় উৎসবে যোগদান করা নাজায়েজ।

► হজ্জের কার্যাবলী সম্পাদনের জন্য নারীরা ঔষধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে হজ পালন করতে পারবে।

► রেডিও-টিভিতে পূর্ব ধারণকৃত সালাম বা সেজদার আয়াত শুনলে সেজদা বা সালামের জবাব দেওয়া জরুরি নয়।

► চক্ষু বা শরীরের অন্য কোনো অঙ্গ-পতঙ্গ বিক্রি বা দান করা জায়েজ নেই।

► কফিনে, কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া ও সম্মান প্রদর্শনার্থে নীরবে দাঁড়িয়ে থাকা বিদআত।

► শরীয়তের দৃষ্টিতে মৃত্যুবার্ষিকী পালনের কোনো ভিত্তি নেই বরং তা শরীয়তের পরিপন্থী কাজ।

► মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় ত্রিশা, চল্লিশা ইত্যাদি পালন করা বিদআত।

► মেয়েদের জন্য কপালে টিপ ব্যবহার করা জায়েজ নেই।

► নারীদের জন্য মাথায় মানুষের চুল ব্যতীত অন্য কোন ওষুধ ব্যবহার করা জায়েজ আছে।

► পুরাতন নোটের বিনিময়ে নতুন নোট কম-বেশিতে আদান-প্রদান করা বৈধ নয়।

► খতনা উপলক্ষে ৭ম দিনে অনুষ্ঠান করা বিদআত।

► নেককার ব্যক্তির উসিলা ধরে আল্লাহর নিকট দোয়া করা জায়েজ।

► সালামের জবাব শুনিয়ে দেয়া ওয়াজিব।

► একত্রে তিন তালাক প্রদান করলে তিন তালাকই পতিত হয়; এক তালাক নয়।

► রাগান্বিত হয়ে তালাক দিলেও তালাক পতিত হয়।

► ব্যাংকে জমাকৃত টাকা ঋণ মুক্ত অবস্থায় নিসাব পরিমাণ হলে বছরান্তে সে টাকার যাকাত ওয়াজিব হবে।

► পুরুষের জন্য চুলে দাড়িতে কালো কলপ ব্যবহার করা মাকরূহে তাহরীমী।

► হালাল প্রাণীর কয়েকটি অঙ্গ খাওয়া হারাম। যেমন: রক্ত, পুংলিঙ্গ, স্ত্রী লিঙ্গ, অণ্ডকোষ, মূত্র থলি, চামড়ার নিচে টিউমার সদৃশ উত্থিত মাংস।

► জবেহের সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। তবে ভুলে ছেড়ে দিলে জায়েজ হবে।

► জুম্মার প্রথম আযানের পর নামাজের প্রস্তুতি মূলক কাজ ব্যতীত অন্য কোন কাজ করা নাজায়েজ।

► ফরজ গোসল আদায়ের জন্য পূর্ণ শরীর ধোয়ার সাথে কুলি করা ও নাকে পানি দেওয়া জরুরি।

► টাকার বিনিময়ে জমি বন্ধক রেখে টাকা দাতার জন্য জমি ভোগ করা হারাম। তবে জমির ন্যায্য ভাড়া জমির মালিককে আদায় করে দিলে ভোগ করা জায়েজ হবে।

► পুরুষের জন্য নিচের প্যান্ট, পায়জামা, জুব্বা ইত্যাদি পরিধান করা হারাম।

► বিবাহের উদ্দেশ্যে গেট সাজানো, ঝাড়বাতি লাগানো ও আতশবাজি ফুটানো হারাম।

► অফিস টাইমে ব্যক্তিগত কাজ করা এমনকি ব্যক্তিগত চিঠি পত্র লেখাও জায়েজ নয়। তবে অফিসে কোন কাজ না থাকলে ভিন্ন কথা।

► টিকেট কেটে বড়শি দিয়ে মাছ ধরার যে পদ্ধতি বর্তমানে দেখা যায় তা বৈধ নয়।

► লটারির টিকেট ক্রয় বিক্রয় করা জায়েজ নয়।

► ফল আসার পূর্বেই ও পরিপক্ব হওয়ার পূর্বেই বাগান বিক্রি করার যে প্রচলন আছে তা জায়েজ নয়।

► মোবাইলের স্ক্রিনে বিসমিল্লাহ, আল্লাহু আকবার ও কোরআনের আয়াত ভাসমান থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া যাবেনা।

► দুগ্ধপোষ্য শিশু মুখ ভর্তি বমি নাপাক, এক দিরহাম পরিমাণ কাপড়ে লাগলে তা নিয়ে নামাজ হবে না।

► ঈদের নামাজ পড়ার পর কোলাকুলি করা আবশ্যক মনে করা বিদআত।

► ইনকাম ট্যাক্স দ্বারা যাকাত আদায়ের নিয়ত করলেও তা যাকাত আদায় হবে না।

 


►► আরো পড়ুন: যেভাবে কাটতো রাসুল (সা.)-এর দিনরাত

►► ইসলামী সমাধান দ্রুত খুঁজে পেতে ভিজিট করুন আলকাউসার.কম-এ


আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উপরোক্ত মাসআলাগুলোর ব্যাপারে আমল করার তাওফিক দান করুন। আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *