প্রকাশিত হল নতুন বাংলা ফন্ট মুহাম্মদ (সা.)। ফন্টটি মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর উপর উৎসর্গ করা হয়েছে। ফন্টটিতে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাত্রালতা ফিচার। নকশাকার এবং বিকাশকার কর্তৃক সদ্য প্রকাশিত বাংলা ফন্টটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে মুহাম্মদ (সা.) ফন্টটি ব্যবহার করতে পারবেন এবং ফন্টটিকে পুনঃসংস্করণও করতে পারেন। এতে নকশাকার এবং বিকাশকার কর্তৃক কোনো প্রকার আপত্তি থাকবে না।
নকশাকার ও বিকাশকারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ: যেহেতু ফন্টটি রাসুল (সা.)-এর নামে উৎসর্গকৃত। তাই ফন্টটি যথাস্থানেই ব্যবহার করার অনুরোধ করা হল। এ মন স্থানে যেকো ব্যবহৃত না হয়, যার দ্বারা রাসুল (সা.)-এর মর্যাদা ক্ষুন্ন হয়।
মুহাম্মদ (সা.) বাংলা ফন্ট
ফন্টের নাম : মুহাম্মদ (সা.)
ডিজাইনার : (নাম প্রকাশে অনিচ্ছুক)
ডেভেলপার : (নাম প্রকাশে অনিচ্ছুক)
স্ক্রিপ্ট : বাংলা।
ধরণ : ইউনিকোড।
স্টাইল : ১ টি স্টাইল (রেগুলার)
প্রকাশকাল : ১৭ই জুলাই, ২০২২
►► আরো পড়ুন: ২০২২ সালের জনপ্রিয় ফন্টের তালিকা
►► ফ্রি ফন্ট ডাউনলোড করতে ভিজিট করুন ফন্টলিপি.কম এ