ফন্টবীক্ষণ – Find Bangla Fonts

ফন্টবীক্ষণ

যেকোনো টেক্স থেকে ফন্টকে আলাদা করার জন্য লিপিঘর নিয়ে এসেছে মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ ফন্টবীক্ষণ।

যার সাহায্যে সহজে লেখা বা ছবি থেকে ব্যবহৃত বাংলা ফন্টের নাম বের করে আনা সম্ভব হবে।

ফন্টের সাথে থাকবে ডাউনলোড লিংক। ফলে বাংলা ফন্ট খুঁজে বের করতে কষ্ট করতে হবে না।

বিভিন্ন কাগজপত্র, পত্র পত্রিকা, ম্যাগাজিন, পোস্টার, ব্যানারে ব্যবহৃত চমৎকার ফন্টগুলো সনাক্ত করা কষ্ট সাধ্য ছিল।

লিপিঘরের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে তা তূলনামূলক সহজ হয়েছে। এটিই অ্যাপ ফন্ট, যা ব্যবহার করে সহজেই ফন্টের নাম জানা যায়।

প্রকাশিত হওয়ার পর এ পর্যন্ত ১ হাজার বারের অধিক অ্যাপটি ডাউনলোড হয়েছে।

ফন্টবীক্ষণ
ফন্টবীক্ষণ – Find Bangla Fonts

►► আরো পড়ুন: সকল বাংলা ফন্ট ডাউনলোড করুন

►► আরো পড়ুন: ২০২১ সালের সেরা ৩৩ টি বাংলা ফন্ট


শুধু লিপিঘর নয়, বরং অক্ষর৫২, ফন্টবিডি, টাইপোবাজ, ফন্টপ্ল্যাট, ফন্টলিপি থেকে প্রকাশিত ফন্টগুলো ফন্টবীক্ষণ সফ্টওয়্যারের মাধ্যমে সনাক্ত করতে পারবেন।

এক নজরে ফন্টবীক্ষণের বৈশিষ্টগুলো:

১. যেকোনো থেকে ফন্ট সনাক্ত করা যায়।

২. ছবি থেকে পন্ট সনাক্ত করা যায়।

৩. সনাক্তকৃত ফন্টের সাথে রয়েছে ডাউনলোড লিংক। ফলে সহজেই ফন্টটি ডাউনলোড করা যাবে।

ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *