দুষ্প্রাপ্য সকল বাংলা ফন্ট ২০২২

বাংলা ফন্ট

বাংলা ফন্টস

বেঙ্গল ফন্টস, লিপিঘর, ফন্টবিডি, টাইপোবাজ, ফন্টপ্ল্যাট, ফন্টলিপি ও বঙ্গ ফন্টস ইত্যাদি ফাউন্ড্রি থেকে প্রকাশিত বাংলা ফন্টগুলো সকলের কাছে পরিচিত এবং জনপ্রিয়।

তবে, এর বাইরেও রয়েছে অসংখ্য বাংলা ফন্ট। যেগুলো প্রচারণার অভাবে লোক-চক্ষুর আড়ালে থেকে যায়।

এমনই কিছু ফন্ট ফাউন্ড্রি এবং বর্ণ নির্মাতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যারা ফন্ট জগতে প্রসিদ্ধ নয়। নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভাষার অগ্রগতি ও উন্নতির জন্য।

বাংলা ফন্ট স্থায়ীভাবে ব্যবহার করেন গ্রাফিক্স ডিজাইনারগণ। এ ক্ষেত্রে তারা নির্দিষ্ট কিছু ফাউন্ড্রি থেকে প্রকাশিত ফন্টগুলোই ব্যবহার করে থাকেন।

সর্বশেষ প্রকাশিত ফন্টগুলো সংগ্রহে রাখতে বড়-জোড় ওয়েব ব্রাউজার ওপেন করে ‘latest bangla font’ বা এ জাতীয় কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করেন।

সার্চ রেজাল্টে কেবল নির্দিষ্ট কিছু ফন্ট ফাউন্ড্রিগুলো সামনে আসে। সকল ফন্ট ফাউন্ড্রি সামনে আসে না।

কিন্তু এর বাহিরেও রয়েছে বাংলা ফন্টের বিস্তৃত এক জগত। রয়েছে অসংখ্য ফন্ট, ডিজাইনার ও ডেভেলপার, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

প্রচারণার অভাবে তাদের ফন্টগুলোর ব্যবহার তেমন একটা চোখে পড়ে না।

ইতিপূর্বে সকল বাংলা ফন্টের একটি তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ৫৪০-এরও অধিক প্রকাশিত ফন্টগুলো একটি তালিকায় একত্রিত করা হয়েছিল।

তালিকাটিতে প্রসিদ্ধ ফন্টগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। সকল বাংলা ফন্ট একত্রিত করা হয় নি। বিশেষ করে, অপ্রসিদ্ধ ফন্টগুলো একেবারেই উল্লেখ করা হয়নি।

আজকে এমনই অপ্রসিদ্ধ কিছু বাংলা ফন্ট নিয়ে আলোচনা করব।

দুষ্প্রাপ্য বাংলা ফন্টের তালিকা

বাংলা ফন্ট
দুষ্প্রাপ্য সকল বাংলা ফন্ট

বসুন্ধরা ফন্ট

বসুন্ধরা গ্রুপ তৈরি করেছে ৩টি বাংলা ফন্ট।। ফন্টগুলোর নাম যথাক্রমে বসুন্ধরা ৫২, বসুন্ধরা ৭১ ও বসুন্ধরা ২১

ফন্টগুলো ডিজাইন এবং ডেভেলপ করেন সেলিম হোসেন শাজো সাঈদ। ফন্টগুলো ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

ডাউনলোড করুন

ফন্ট লাইনার

ফন্ট লাইনার একটি ফন্ট ফাউন্ড্রি। যারা বাংলা ফন্ট তৈরি করে। এ পর্যন্ত তাদের প্রকাশিত ফন্টের সংখ্যা ২৮ টি।

ফন্ট লাইনার থেকে প্রকাশিত ফন্টগুলো হল: বাংলাপ্রেস, বিদ্রোহী, ঢাকা, লেটারপ্রেস, রোকেয়া, সুলতান, ঠাকুর, জয়নুল, বিপ্লব, নীলকন্ঠ, রিদ্ধ, সোনারগাঁও, শ্রাবস্তি, পেইন্টার, সাজু, সরকার, পোস্টার, লালন, কে. জে. ঢাকা, কে. জে. চট্টগ্রাম, কে. জে. রাজশাহী, কে. জে. খাগড়াছড়ি, পল্লী কবি, চিঠি, কে. জে. মুন্সিগঞ্জ, কে. জে. কুমিল্লা, কে. জে. বক্স, কে. জে. রাঙ্গামাটি।

ফন্ট লাইনার ওয়েবসাইটে প্রকাশিত ফন্টগুলো ডাউনলোড করার কোনো অপশন খুঁজে পাওয়া যায় নি।

সম্ভবত তাদের সাথে যোগাযোগ করে ফন্টগুলো সংগ্রহ করতে পারবেন।

ফন্ট লাইনার

বাংলা টাইপ ফাউন্ড্রি

এটি একটি ফন্ট ফাউন্ড্রি। বাংলা ফন্টের পাশাপাশি কাস্টম ইংরেজি ফন্টও তৈরি করে থাকে। এ পর্যন্ত তাদের প্রকাশিত ফন্টের সংখ্যা ১৪টি।

ফন্টগুলো হল: বরেন্দ্র ফ্যামিলি, বিপি প্রশারন, বিপি দুরন্ত, বিপি সফর, বিপি ভূত, কাইয়ুম স্ক্রিপ্ট, ফিগিন্স পিকা বেঙ্গলি, প্রকৃতি ফ্যামিলি, সুর্জো ফ্যামিলি, সূর্যোদয়, কমিক বেঙ্গলি, অক্সফোর্ড উগারিটিক।

ফন্ট লাইনারের মত বাংলা টাইপ ফাউন্ড্রিতে ফন্ট ডাউনলোড করার কোনো অপশন নেই।

Contact পেজে তাদের সাথে যোগাযোগ করে ফন্টগুলো সংগ্রহ করতে পারবেন।

বাংলা টাইপ ফাউন্ড্রি

 

টাইপোথিক

টাইপোথিক ইংরেজি, আরবি সহ বিভিন্ন ভাষার ফন্ট তৈরি করে থাকে। ফেড্রা সানস নামে তাদের একটি ফন্ট রয়েছে।

যেটি ব্যবহার করে ল্যাটিন, সিরিলিক, গ্রীক, দেবেঙ্গারি, আর্মেনিয়া, ইনুক্টিটুট, হিব্রু, বাংলা, তামিল, আরবি ভাষায় লেখা যায়।

বর্তমানে ফন্টটির মূল্য 384 EUR. আপনি যদি সৌখিন, এবং ফন্টপ্রেমী হয়ে থাকেন। তাহলে আপনার সংগ্রহে ফন্টটি রেখে দিন।

টাইপোথিক

 


►► আরো পড়ুন: ২০২২ সালের জনপ্রিয় বাংলা ফন্টের তালিকা

►► আরো পড়ুন: হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম তারিখ ও বংশ পরিচয়

►► ফ্রি ফন্ট ডাউনলোড করতে ভিজিট করুন ফন্টলিপি.কম


নির্মলা ইউআই

এটি একটি বাংলা ফন্ট যা মাইক্রোসফট তৈরি করে। Windows-এ বাংলা টাইপিং এবং রিডিংয়ের জন্য নির্মলা ইউআই ফন্টটি ডিফল্ট হিসেবে ব্যবহৃত হয়।

Windows ব্যবহারকারীরা ফ্রিতে এই ফন্টটি ব্যবহার করতে পারেন। বা নিচের দেওয়া লিংকে ক্রিক জকরে ক্রয় করতে পারেন।

নির্মলা ইউআই

এডোবি বেঙ্গলি

মাইক্রোসফট-এর মত এডোবি-এর রয়েছে নিজস্ব বাংলা ফন্ট। যা এডোবি ইউজারগন ব্যবহার করতে পারেন। ফন্টটি আলাদাভাবে install করতে হয় না।

বরং এডাবির যেকোনো সফটওয়্যার install করার সাথে সাথে এডোবি বেঙ্গলি ফন্টটিও install হয়। এডোবি বেঙ্গলি ফন্টের ডেমু দেখতে নিচের দেওয়া লিংকে ক্রিক করুন।

এডোবি বেঙ্গলি

 

ফন্ট মুহাম্মদ (সা.)

সদ্য প্রকাশিত ফ্রি বাংলা ফন্ট। ফন্টটিতে রয়েছে মাত্রালতা ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিচার।

ফন্টটি লিপিবর্ণ থেকে প্রকাশিত রয়েছে। সদ্য প্রকাশিত এই বাংলা ফন্টটি ডাউনলোড করতে লিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

মুহাম্মদ (সা.) ফন্ট

 

আরো কিছু ফন্ট

বিভিন্ন সাইট থেকে প্রকাশিত আরো কিছু বাংলা ফন্টের নাম এবং ডাউনলোড বা ডেমুর লিংক দেওয়া হল।

ভিন্ন কিছু জানুন

প্রথম আলোর ব্যবহৃত ফন্ট কি?

প্রথম আলো তাদের ওয়েবসাইট এবং নিউজ পেপারে নিজস্ব ফন্ট ব্যবহার করে থাকে। পৃষ্ঠার হেডলাইন এবং লোগোতে প্রথম আলো ফন্ট ব্যবহার করে থাকে।

সাধারণ প্যারাগ্রাফ লিখতে সূর্য ফন্ট ব্যবহার করে থাকে। প্রথম আলো এবং সূর্য উভয়টিউ কাস্টম ফন্ট। যা প্রথম আলো ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য তৈরি করেছে।

প্রথম আলো ব্যতীত অন্য কারো এই ফন্ট দুটি ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রথম আলো কাস্টম ফন্টটি তৈরি করে বাংলা টাইপ ফাউন্ড্রি।

প্রথম আলো ফন্ট ডেভেলপ করা হয়নি। প্রতিটি বর্ণের গ্লিফগুলো কেবল আলাদা ভাবে ডিজাইন করা  হয়েছে।
প্রয়োজনে একটি গ্লিফের সাথে আরেকটি বসিয়ে তৈরি করা হয় হেড লাইন।

এ তালিকায় ক্রমান্বয়ে যুক্ত করা হবে আরো কিছু দুষ্প্রাপ্য সকল বাংলা ফন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *